• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত 


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৮:০০ পিএম
দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত 

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান দ্বিতীয় দিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এ বিষয়ে উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম সানোয়ার হোসেন বলেন, “আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত একটানা উদ্ধার কাজ চলে।”

বিআইডাব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ দু’টি ডুবুরি দল কাজ করছে। এছাড়া অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ৯টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

অন্যদিকে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮ টা থেকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হবে।

এর আগে গত ২৭ অক্টোবর সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় প্রায় ১৭টি যানবাহন ডুবে যায়। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!